শিক্ষাই আলোর পথ, জ্ঞানে গড়ি সুন্দর ভবিষ্যৎ।
  • |

Kanchanpur Haor High School

কাঞ্চনপুর হাওড় উচ্চ বিদ্যালয়

স্থাপিতঃ ১৯৮৩ খ্রিঃ
কাঞ্চনপুর হাওড় উচ্চ বিদ্যালয় সম্পর্কে

কিশোরগঞ্জ জেলার হাওড় বেষ্ঠিত মিঠামইন উপজেলার প্রত্যন্ত ও দূর্গম এলাকায় অবস্থিত কেওয়ারজোড় ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম কাঞ্চনপুর। শিক্ষায় অনগ্রসর ও পিছিয়ে থাকা কেওয়ারজোড় ইউনিয়নে মাধ্যমিক পর্যায়ের কোন স্কুল না থাকায় ১৯৮৩ সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ঐতিহ্যবাহী কাঞ্চনপুর চৌধুরী বাড়ীর কয়েকজন শিক্ষিত তরুনের মধ্যে একটি জুনিয়র হাইস্কুল স্থাপনের প্রস্তাব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয় এবং এ বিষয়টি নিয়ে লেবাছ রেজা চৌধুরীর সঙ্গে প্রাথমিকভাবে একটি বিদ্যালয় স্থাপনের প্রস্তাবটি নিয়ে ঘরোয়াভাবে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জনাব মোয়াজ্জেম হোসেন, আলমগীর রেজা চৌধুরী, এমরান হোসেন ও শামীম রেজা চৌধুরী। পরবর্তীতে তাদের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে ১৮/১২/১৯৮৩ সালে জনাব লেবাছ রেজা চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় এবং সভার বিস্তারিত আলোচনা শেষে প্রত্যন্ত ও যোগাযোগ বিচ্ছিন্ন কাঞ্চনপুর গ্রামে তথা এলাকার ছেলে-মেয়েদের মাঝে শিক্ষার আলো বিস্তরণের লক্ষ্যে "কাঞ্চনপুর হাওড় জুনিয়র হাইস্কুল" নামে একটি বিদ্যালয় স্থাপনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় এবং বিদ্যালয়টির কার্যক্রম পরিচালনার জন্য সর্বজন শ্রদ্ধেয় জনাব লেবাছ রেজা চৌধুরী সাহেবকে সভাপতি করে একটি সংগঠনিক/নির্বাহী কমিটি গঠন করা হয়। স্থানীয় বিদ্যুৎসাহী। গন্যমান্য ব্যক্তিবর্গও এলাকাবাসীর সহযোগিতায় ১৯৮৪ সালে কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বের জায়গায় একটি চালাঘরে মাত্র ১২/১৩ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম চালু করা হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময়ে শ্রম, মেধা, অর্থ ও জায়গা/জমি দিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠায় যারা অনন্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য জনাব লেবাছ রেজা চৌধুরী, জনাব মোয়াজ্জেম হোসেন, জনাব আব্দুর রশিদ চৌধুরী, জনাব প্রকৌশলী গোলাম কিবরিয়া চৌধুরী, জনাব ডাঃ আলী রেজা চৌধুরী, রাজনীতিবিদ জনাব আয়ুব রেজা চৌধুরী, জনাব হারুন রেজা চৌধুরী, জনাব হাজী আওতাদুল হক চৌধুরী, জনাব ফেরদৌস রেজা চৌধুরী, জনাব রাবেয় আক্তার চৌধুরী, জনাব আব্দুর রাজ্জাক ভুঞা, জনাব আব্দুর রহমান ভূঞা। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় নিরলস ও নিবেদিতভাবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ শাহজাহান মিয়া।

ধন্যবাদ

কাঞ্চনপুর হাওড় উচ্চ বিদ্যালয়

বর্তমান কমিটির তালিকা
নাম ক্যাটাগরি পদবী
মোঃ মুজিবুল হক শিক্ষক প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি
আফিদা ইয়াসমিন স্বপ্না সদস্য সচিব সদস্য সচিব
হবুবুল্লাহ মিয়া অভিভাবক সদস্য অভিভাবক সদস্য
অধ্যাপক ডাঃ সোহেল রেজা চৌধুরী সভাপতি সভাপতি